রাজস্থলী নারানগিরি ও মিতিয়াছড়িতে জেএসএস সন্তু, এবং এমএনপি সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়।

0
131

রাঙ্গামাটি, কাপ্তাই জোনের অন্তর্গত নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় জেএসএস (মূল) এবং এমএনপি সন্ত্রাসী সংগঠনের মধ্যে গুলি বিনিময় প্রেস বিজ্ঞপ্তি।

অদ্য, ৮ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে জেএসএস (মূল) এবং এমএনপি সন্ত্রাসী সংগঠনের মধ্যে থেমে থেমে কয়েক দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। প্রথম দফায় আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় এবং দ্বিতীয় দফায় ১৩:০০ থেকে ১৬:০০ ঘটিকায় এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাটি রাজস্থলী উপজেলার অন্তর্গত নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশেপাশে কয়েকটি স্থানে সংগঠিত হয়। জানা যায় প্রভাব বিস্তারের অংশ হিসেব এই দুটি পাহাড়ী সন্ত্রাসী সংগঠনের মধ্যে এধরনের ঘটনা ঘটে যা পার্বত্য চট্টগ্রামে বিরাজমান শান্তি পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারে। এ ঘটনার প্রেক্ষিতে পানছড়ি (টিওসি) থেকে একটি সেনাদল উক্ত স্থানে গমন করে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদল উক্ত অবস্থান থেকে পালিয়ে যায়। সেনাদল উক্ত স্থান থেকে একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। তদন্তের মাধ্যমে সেনাদল নিশ্চিত করে যে মৃত ব্যক্তি জেএসএস (মূল) এর একজন চিহ্নিত সন্ত্রাসী। মৃত ব্যক্তিকে চন্দ্রঘোনা থানার নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে উক্ত এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। নিরাপত্তা পিরিস্থিতি জোরদারের অংশ হিসেবে কাপ্তাই জোন বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here