বান্দরবান পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমার লাশ উদ্ধার।

1
342

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি.কম- অপহরণের ৭২ ঘন্টা পরে শনিবার ২৫ মে সকাল বেলা তার খামারবাড়ির থেকে দুই কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের জর্দানপাড়ার গহীন অরণ্যে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছে বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ।

২২ মে রাত সাড়ে আটটার সময় তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করে সন্ত্রাসীরা। আওয়ামী লীগের অভিযোগ চুক্তি পক্ষ জেএসএস চথোয়াই মং মারমা কে অপহরণ করেছে৷ অপহরণের প্রতিবাদে আওয়ামীলীগ বান্দরবান জেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here