ব্রেকিং বান্দরবান ট্রাক উল্টে তিন গুরুতর আহত September 17, 2018 0 ট্রাক উল্টে পা হারানো ব্যক্তি ট্রাক উল্টে পা হারানো ব্যক্তি বান্দরবান মানুরটেক এলাকায় সোমবার রাত ১০-২০ মিনিটের সময় সেনাবাহিনীর মাল বোঝাই ট্রাক উল্টে তিন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি পা হারিয়েছেন। আহত পা হারানো ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায় ।