ট্রেনের তেল চুরির সময় আ’লীগ-বিএনপির দুই নেতা আটক

0
140
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হিল নিউজ বিডি ডটকম ডেস্ক- নাটোরের লালপুর উপজেলায় ট্রেন থেকে তেল চুরি করার সময় আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন লালপুরের কালুপাড়া ইয়ার কলোনির সুজাত মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (৪০), মহির মণ্ডলের ছেলে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওয়াল হোসেন (৪৮) ও বাওড়া গ্রামের মকবুল হোসেন (৫৮)।

র‌্যাব নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিবৃতি এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব সদস্যরা আজিমনগর রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় স্টেশনে থেমে থাকা ঢাকা মেইল নামের একটি ট্রেন থেকে তেল চুরি করে নামার সময় তেলসহ হাতেনাতে রফিকুল ইসলাম, আওয়াল হোসেন ও মকবুল হোসেনকে আটক করে র‌্যাব।

আটককৃতদের কাছ থেকে ১২ ড্রাম ডিজেল উদ্ধার করা হয়। র‌্যাব ক্যাম্পে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

আগের পোস্টচট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক : ৫২৮ কোটি টাকায় চার লেন হচ্ছে
পরের পোস্টনিষেধাজ্ঞার পর বিসিবির ম্যাচ দিয়ে শুরু করলেন আশরাফুল

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন