রাঙামাটি নানিয়ারচর সংস্কার জেএসএস’র হামলায় ইউপিডিএফের দুইকর্মী নিহত।

0

||নিজেস্ব প্রতিনিধি||

হিল নিউজ বিডি ডটকম- রাঙামাটির নানিয়ারচরের রামসুপারি পাড়া নামক এলাকায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায়  ইউপিডিএফ এর দুইকর্মী নিহত হয়। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বুড়িঘাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতরা হলেন-ইউপিডিএফ কর্মী আকর্ষণ চাকমা (২৫) ও সুমন চাকমা(২৭)।

২জন নিহতর সত্যতা স্বীকার করেছে নানিয়াচর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িঘাট ইউনিয়নের রামসুপারি পাড়ায় আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল ভোরে নিহতদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলাকারিরা সকলেই ইউপিডিএফ এর প্রতিপক্ষ জেএসএস(এমএন লারমা) গ্রুপের সদস্য ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে।

ইউপিডিএফ দুইকর্মী হত্যাকান্ডের অভিযোগের সত্যতা জানতে সংস্কার জেএসএস (এমএন লারমা) গ্রুপের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি৷

আগের পোস্টব্রেকিং: হাতিয়াতে মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা মাসউদুল হক হােন্ডা দূ্র্ঘটনায় নিহত
পরের পোস্টব্রেকিং: রাঙ্গামাটি পার্কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজে অংশগ্রহণ ও সরেজমিনে পরিদর্শনে ডিসি 

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন