হঠাৎ এশিয়া কাপের দলে ইমরুল কায়েস ও সৌম্য সরকার

0

এশিয়া কাপে বাংলাদেশ দলের ওপেনারদের টানা ব্যর্থতার কারণে হঠাৎ ডাক পেলেন বাদ পড়া দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। শনিবার সন্ধ্যায় তারা আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।

এশিয়া কাপের শুরুতে বাংলাদেশের ওপেনার ছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ম্যাচে মাত্র চারটা বল খেলতে পেরেছেন তামিম। ওই ম্যাচে হাতে আঘাত পেয়ে দেশে ফিরতে হয় তাকে।

এরপরের দুই ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করেন নাজমুল ইসলাম। কিন্তু দুই ম্যাচের একটিতেও সফল হতে পারেননি তারা। লিটন দাস দলের চাহিদা পূরণে কিছুই করতে পারেননি।

একদিকে তামিমের অভাব, অন্য দিকে লিটনের ব্যর্থতা ও নাজমুলের অনভিজ্ঞতা। সব মিলিয়ে বিসিবি ইমরুল ও সৌম্যর কাঁধেই ভরসা করলো। এশিয়া কাপের পরের ম্যাচেই ওপেন করতে দেখা যেতে পারে এ দুজনকে।

আগের পোস্টব্রেকিং: রাঙ্গামাটি পার্কের সৌন্দর্যবর্ধন ও উন্নয়ন কাজে অংশগ্রহণ ও সরেজমিনে পরিদর্শনে ডিসি 
পরের পোস্টচেঙ্গী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে: মোমিন নামের একজন নিখোঁজ

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন