স্বামী হারিয়ে দুই সন্তানকে নিয়ে অনেকটা অসহায় উওয়াইনু মারমা- মানবতাবাদীরা কোথায়?

0
133
গরিব অসহায় মারমা পরিবার

 

 

গরিব অসহায় মারমা পরিবার

হিল নিউজ বিডি- রিপোর্ট 

গত ১ অক্টোবর  ‌উওয়াইনু মারমা, তাঁর স্বামী‌কে হারান । তাঁর স্বামী তাকে সহ দুই সন্তান কে রেখে না ফেরার দে‌শে চ‌লে যায়। স্বামী‌কে হা‌রি‌য়ে দুই সন্তান‌কে নি‌য়ে অসহায় প‌ড়েন কুহালং পাড়া, বান্দরবান এর মারমা এই পরিবারটি।

স্বামী মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে বেকায়দায় পড়েছেন উওয়াইনু মারমা। স্বামীর মৃত্যুর ৫-৬ দিন অতিবাহিত হলেও প্রশাসনসহ স্থানীয় কেউ সাহায্যে এগিয়ে আসেনি বর্তমানে এই মারমা পরিবারটি খুব দুঃখ কষ্টে দিন পার করতেছেন। দুই সন্তানকে নিয়ে রয়েছেন অনেকটা বিপাকে।

মানবাধিকার সংগঠনসহ সুশীল, মানবতাবাদীরা কোথায় যারা মানবতার কথা বলে মুখে ফেনা তোলেন? তথাকথিত উল্লেখিত এসকল সংগঠনও ব্যক্তি-মানবতাবাদীরা যদি এই পরিবারটি করুণমুহুর্তে সাহায্যে এগিয়ে না আসে তাহলে তারা এই সকল ব্যানার কেন রেখেছেন?

প্রশাসনসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে হয়তো কিছুটা সাহায্য সহযোগিতা পেয়ে দুই বাচ্চাকে নিয়ে কোনোরকমে  বেঁচে থাকার মত খুঁটি পাবেন। 

আগের পোস্টশিক্ষকতা কেবল চাকরি নয়
পরের পোস্টপার্বত্য রাঙামাটি জেলার জুরাছড়িতে কমিনিউটি পুলিশিং ফোরামের আলোচনা ও মতবিনীময় সভা

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন