কাউখালীতে কিটনাশক পান করে উপজাতি যুবকের আত্মহত্যা!

0

কাউখালী প্রতিনিধি

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের উত্তর মাঝের পাড়ার অংখ্যাংচিং মারমা (১৮) ১০ জানুয়ারী (রবিবার) সকাল ৮টায় নিজ ঘরে রাখা কিটনাশক পান করে আত্নহত্যা করে। সে উত্তর মাঝের পাড়া এলাকার চাথোয়াই প্রু মারমার ছেলে। অংখ্যাচিং মারমা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো আর সে কারনেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পরিবার জানায়। তার এ মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেই বলে জানা যায়।

কাউখালী থানার পুলিশ জানায় পুলিশ কর্তৃক মৃত্যু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হচ্ছে।

আগের পোস্টপার্বত্য চট্টগ্রাম নিয়ে বাঙ্গালীর গণজাগরণও আমি প্রত্যক্ষ করি।
পরের পোস্টএকক চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপারের অংশগ্রহন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন