সোমবার সকাল ৯ টায় ঘাগড়া সাপছড়ি রুপচত্ত্বর মোড়ে ঘাঘড়া দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী ও রাঙামাটি থেকে ঘাঘড়ামুখী চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।
নিহত হলেন,খাগড়াছড়ির গোলাবড়ীর পানখাইয়া পাড়ার সুইজাইউ মারমার ছেলে উচিমং মারমা।তিনি জুম ফাউন্ডেশন রাঙামাটি শাখার মনিটরিং অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
এদিকে চাঁদের গাড়ির চালক ও হেলপার ঘটনাস্থলে গাড়ি রেখে পালিয়ে যায়। চাঁদের গাড়ি নং-(সিলেট-ট ৫১৫০)। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,সেনাবাহিনী ও পুলিশের একটি তদন্ত দল লাশটি রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। জুম ফাউন্ডেশনের কর্মকর্তা সুজল কান্তি চাকমা এবং রুপক চাকমা মৃত ব্যাক্তির পরিচয় সানাক্ত করেন।
উসিমং মারমার বাইক