তাপস কুমার পাল, খাগড়াছড়ি
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অনেকেই সহজ বিষয়গুলো উল্টা পাল্টা করে ফেলি।
তাই সবাইকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মুখস্থ করার অনুরোধ রইলো।
১. প্রশ্নঃ-পাহাড়ি কারা?
উত্তরঃ যারা পাহাড়ে বসবাস করে সবাই পাহাড়ি।
২. প্রশ্নঃ-পাহাড়ি হওয়ায় জন্য কি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা হতে হবে??
উত্তরঃ না, পৃথিবী’র যে কোন দেশের পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষকেই পাহাড়ি বলে।
৩. প্রশ্নঃ-সমতলে বসবাসরত উপজাতিরা কি পাহাড়ি?
উত্তরঃ না, যাদের স্থায়ী আবাসস্থল সমতলে তারা পাহাড়ি হবেনা।
৪. প্রশ্নঃ-পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা কি পাহাড়ি?
উত্তরঃঅবশ্যই পাহাড়ি। কারণ তাদের আবাসস্থল পাহাড়ে।
৫. প্রশ্নঃ-বাঙালি মানেই কি মুসলিম?
উত্তরঃ না, যাদের ভাষা বাংলা তারা বাঙালি।হোক সে হিন্দু,মুসলিম,বৌদ্ধ কিংবা খ্রীষ্টান।
৬. প্রশ্নঃ-প্রত্যেক উপজাতিই কি বৌদ্ধ ধর্মের??
উত্তরঃ না,উপজাতিদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সব রয়েছে।
৭. প্রশ্নঃ-কোন উপজাতিরা মুসলিম??
উত্তরঃ পাঙন।
৮. প্রশ্নঃ-বাংলাদেশের বৌদ্ধধর্মের সবাই কি উপজাতি?
উত্তরঃ না, বৌদ্ধধর্মের অধিকাংশ লোক বাংলাদেশের মূল জনগোষ্ঠী বাঙালি।
৯. প্রশ্নঃ – সব হিন্দু কি বাঙালি??
উত্তরঃ না। অনেক হিন্দু রয়েছে যারা উপজাতি যেমন, ত্রিপুরা।
১০. প্রশ্নঃ-আমাদের সকলের জাতীয়তাবাদ কী??
উত্তরঃ বাংলাদেশী।