সাজেক থেকে ফেরার পথে পার্বত্য বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত।

0
147

||পরেশ চাকমা, সাজেক প্রতিনিধি||

পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একোইজ্জাছড়ি  নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছে। (শনিবার) ২০ মার্চ বিকাল ৫ ঘটিকায় হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা হলেন  মো. মিজান (৩২) মুদি ব্যবসায়ী, পিতা- আবুল কালাম  ও মো. সাগর গ্যাস ব্যবসায়ী, পিতা- আব্দুল হালিম। উক্ত ব্যক্তিরা সাজেক হতে মটর সাইকেল যোগে বাঘাইহাট আসার পথে এগুজ্জাছড়ি নামক এলাকায়  পৌছালে হঠাৎ তাদের উপর শর্টগানের ফায়ার এসে লাগে। সূত্রের তথ্যের মতে জানা যায় পূর্ব থেকে তাদের হত্যা করার লক্ষ্য নিয়ে সন্ত্রাসীরা অবস্থান নেয়। ভাগ্যক্রমে তারা দু’জনেই বেঁচে যায়।

আহত দু’জনকে মাচালং আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে বাঘাইহাট সদরের উদ্দেশ্য পাঠানো হয়েছে। বর্তমানে দুজনেই আশঙ্কামুক্ত বলে জানা যায়। সাজেক থানার ওসি মো. ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আগের পোস্টফাইভ স্টার হোটেল চিম্বুক পর্বতের সাথে মানুষের ভালবাসার সেতুবন্ধন সৃষ্টি হবে।
পরের পোস্টসন্ত্রাসীদের গুলিতে ২ বাঙালি আহত, প্রশ্নবিদ্ধ পাহাড়ের নিরাপত্তা-সেনাক্যাম্প বৃদ্ধির দাবি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন