খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় দুরছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সহায়তা প্রদান।
লংগদু সেনা জোনের দুরছড়ি সাবজোনের অন্তর্গত দুরছড়ি বাজার এলাকায় গত ২৪ মে ২০২১ তারিখে এক ভয়াবহ অগ্নিকান্ডে বাজারের মোট ১২ টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
দুরছড়ি বাজারে আগুন ছড়িয়ে পরার সাথে সাথেই দুরছড়ি আর্মি ক্যাম্প হতে সেনাসদস্যগণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয়।অতঃপর সেনাসদস্যগণ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
সেনাসদস্যদের তাৎক্ষনিক ঘটনা স্থলে যাওয়ার কারণে এবং তাদের পেশাগত দক্ষতার পরিচয়ের ফলে হতাহত এবং দুর্ঘটনার ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
আজ সকালে দুরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারের মাঝে লংগদু জোনের তত্বাবধানে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এলাকার শান্তি শৃংঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও এই রিজিয়নের অধীনস্ত জোন সমূহ সাধারন মানুষের যে কোনো প্রয়োজনে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।