ইমাম হত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি পার্বত্যমন্ত্রীর।

0

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে তুলাঝিরিতে সন্ত্রাসীদের গুলিতে এক নওমুসলিম নিহত হবার ঘটনায় নিন্দা ও এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের চিহৃিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

২৪ জুন মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানা।

বিজ্ঞপ্তিতে এছাড়া নিহতের পরিবার পরিবার-পরিজনের প্রতি সমাবেদনা জানিয়েছেন মন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৮ জুন রাত ৯ ঘটিকায় নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় ওমর ফারুক ত্রিপুরাকে। তিনি ও তার পরিবার কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এর মধ্যে আরো কয়েকটি ত্রিপুরা পরিবারকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এরপর তুলাঝিড়িতে একটি মসজিদ নির্মাণ করে সেখানেই ইমামতি করতেন তিনি।

মন্ত্রী বীর বাহাদুরের নীরবতা নিয়ে যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। তিনি কেন নওমুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের ঘটনায় নীরব ভূমিকায় ছিলেন, এবং হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের সাহায্যেও কেন এগিয়ে আসেনি এই নিয়ে বেশ সমালোচনা শুরু হয়। হয়তো এই থেকে মন্ত্রীর দায়সারা প্রেস বিজ্ঞপ্তি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য।

আগের পোস্ট‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বিজ্ঞাপন বন্ধের নির্দেশ ‘
পরের পোস্টস্বাভাবিক জীবনে ফিরে আসায় ইউপিডিএফ-এর হাতে প্রান দিতে হলো সাবেক সশস্ত্র সদস্য অমর জীবনকে!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন