গুইমারা সেনা জোনের অভিযানে অবৈধ অস্ত্র সহ ৪ ইউপিডিএফ সন্ত্রাসী আটক।

0

প্রেস বিজ্ঞপ্তি:

অদ্য (শুক্রবার) ৯’ই জুলাই ২০২১ খ্রিস্টাব্দে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি সেনা জোন হতে একটি টহল দল ভোর রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ছনখোলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সন্ত্রাসী গ্রূপ ০১ রাউন্ড গুলি করলে, প্রতিউত্তরে নিরাপত্তা বাহিনী ০৪ রাউন্ড গুলি বিনিময় করলে কিছু সন্ত্রাসী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ০২টি এলজি, ৫টি চাঁদা আদায় বই, ৫টি চাঁদা রশিদ, ২টি মানিবেগ, ২টি বেগ, ০৬টি মোবাইল সেট, নগদ ৩৭৮৫.০০ টাকাসহ ০৪ জন ইউপিডিএফ (মূল) দলের দুস্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীদের হলো-
১. মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী দুর্জয় চাকমা (৩২), পিতা-বাগরা কুমার চাকমা, মরাদংপাড়া, গচ্ছাবিল, মানিকছড়ি, ২. সহকারী টোল আদায়কারী অংথই মারমা (২২), পিতা-অমিও মারমা, রিমাপাড়া, মানিকছড়ি, ৩. সহকারী টোল আদায়কারী কংচাই মারমা (১৯), পিতা-মৃত সাথই মারমা, রিমাপাড়া, মানিকছড়ি, ৪. সহকারী টোল আদায়কারী চাইলা মারমা (১৯), পিতা-লাব্রেচাই মারমা, রিমাপাড়া, মানিকছড়ি।

দুস্কৃতিকারীদেরকে অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়। গুইমারা থানা থেকে জানা যায় আটককৃত দুর্জয় চাকমা এর বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে এবং একজন পলাতক আসামি।

আগের পোস্টরাজস্থলী নারানগিরি ও মিতিয়াছড়িতে জেএসএস সন্তু, এবং এমএনপি সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়।
পরের পোস্টসেনা অভিযান ঠেকাতে সেনা টহলের বিরুদ্ধে এক শিশুকে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ সন্ত্রাসীদের!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন