অস্ত্র এবং এ্যামোনিশনসহ ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর গ্রেফতার।

0

প্রেস বিজ্ঞপ্তি

(শুক্রবার) ০৬ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দে গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোন গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, ইউপিডিএফ (মূল) দলের চীফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০) সাপমারা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা জোন কর্তৃক একটি টহল দল সাপমারা এলাকায় গমন করে। ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর লাল মোহন চাকমা (৩০)-কে সাপমারা হতে মোটর সাইকেল যোগে পানছড়ির গমন প্রাক্কালে নিরাপত্তা বাহিনী কর্তৃক আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ০১টি ২২ পিস্তল (মরক্কো), ০৪ রাউন্ড এ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদ পাওয়া যায়।

আটক চাঁদাবাজকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আগের পোস্টখাগড়াছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফ (মূল)-এর অস্ত্রধারী ভয়ঙ্কর সন্ত্রাসী আটক।
পরের পোস্টসেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম পাহাড়ে করোনা গণটিকা কার্যক্রম।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন