আমাদের দেশের বুদ্ধিজীবি ও সুশীলরা রাস্ট্রের জন্য মারাত্মক হুমকি।

0

আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবিরা একটিবারও প্রশ্ন করে না পার্বত্য চুক্তির পরে কেন পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি? তাদের শুধু বলতে শুনা যায়- পার্বত্য চুক্তির পরে কেন পাহাড়ে সেনাবাহিনীর অবস্থান। এই হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবিদের জ্ঞান ও বিবেক! এজন্য বললাম যে, আমাদের দেশের বুদ্ধিজীবি ও সুশীলরা রাস্ট্রের জন্য মারাত্মক হুমকি। এমন বুদ্ধিজীবি যে দেশে থাকবে সে দেশ অচিরেই দ্বিখণ্ডিত হবে।

একটি সহজ বিষয়-পার্বত্য চুক্তির মৌলিক শর্ত লঙ্ঘন করে ইউপিডিএফ-জেএসএস যদি পাহাড়ে অবৈধ অস্ত্র নিয়ে বিদ্যমান থাকতে পারে, তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পাহাড়ে বিদ্যমান থাকা রাস্ট্রীয় দায়িত্ব। এই সহজ বিষয়টি বুঝতে চায় না তথাকথিত বুদ্ধিজীবি ও সুশীল মহলটি।

যেসমস্ত বুদ্ধিজীবি ও সুশীল মহল পাহাড়ে সেনাবাহিনী কেন এবিষয়ে সবসময় তৎপর, এবং চুলচেরা বিশ্লেষণ করে তাদের বলতে চায়- সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করার আগে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা এখনো সক্রিয় কেন সেবিষয়ে উত্তর দিতে৷ যদি সেবিষয়ে উত্তর দিতে না পারে, তাহলে বলবো তোমাদের মত জ্ঞানপাপী বুদ্ধিজীবি চুপ থাকায় শ্রেয়, কারণ তোমরা দেশ ও জাতির জন্য বিপদজনক, এবং অভিশপ্ত৷

আগের পোস্টপার্বত্য চুক্তি শুধু বাঙ্গালীদের ভূমি অধিকার কেড়ে নেয়নি বরং রাস্ট্রের ভূমি অধিকার কেড়ে নিয়েছে!
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন