খাগড়াছড়িতে সন্ত্রাসীদের হাতে সন্ত্রাসী আহত।

0

||আমিনুল ইসলাম, দিঘীনালা||

খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ (মূল) প্রসিতের বিচার বিভাগের প্রধান আহত হয়েছে প্রতিপক্ষের হাতে। আহতের নাম দীপন জ্যোতি চাকমা ( ৪৫ )। সে উপজেলার হাচিনসনপুর গ্রামের দীপঙ্কর চাকমার ছেলে।

অদ্য (রোববার) ২৪ অক্টোবর, বারোটার সময় উপজেলার বাঘাইছড়ি মুখ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র ইউপিডিএফ মূল প্রসিত সন্ত্রাসী ও জেএসএস এম.এন সংস্কার সন্ত্রাসীরা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এসময় দীপন জ্যোতি চাকমা আহত হয়। নিহত ভেবে দীপন জ্যোতি চাকমাকে জেএসএস এম.এন সংস্কার ফেলে চলে যায়। পরে গুরুতর আহত দীপন জ্যোতি চাকমাকে নিজেদের হেফাজতে চিকিৎসার জন্যে গোপন আস্তানায় নিয়ে যায় ইউপিডিএফ।

আগের পোস্টসাম্প্রদায়িক ইস্যু কাজে লাগিয়ে পাহাড়ে দাঙ্গা তৈরি করতে তৎপর হয়েছে ইউপিডিএফ এবং পিসিপি।
পরের পোস্টদিঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: সেনাবাহিনীকে জড়িয়ে সন্ত্রাসীদের মিথ্যাচার!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন