(মঙ্গলবার) ২১ই ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দে দুপুরে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মারমা, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান সদর জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, বান্দরন রিজিয়নের জিটু আই মো. এরশাদ উল্লাহ, বান্দরবান বোমাং রাজা উচ প্রু মারমা, অব: কর্নেল মো. আইয়ুবসহ সেনা কর্মকর্তা, বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বান্দরবান ব্রিগেড কমান্ডার বলেন, আমি এখানে নিয়োজিত আছি এবং এ দিনে এখানে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত বোধ করছি। প্রথম থেকেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় অত্যন্ত ঝুঁকি নিয়ে সফলতার সহিত কাজ করছে। এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আপনাদের সাহায্যে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দূর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোয়া পায়নি, তাদের আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোয়া দিতে চাই। ভবিষ্যতেও এমন উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।