রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার ঘাগড়া বাজার চেকপোস্টে গতকাল (রবিবার) ২০২১ খ্রিস্টাব্দে দুপুর ১২ ঘটিকার তল্লাশি চালিয়ে ইউপিডিএফ প্রসতি গ্রুপের কাউখালী ইউনিটের পোয়াপাড়া, বড়ঢুলু ও ছোট ঢুলু এলাকার চাঁদা কালেক্টর লক্ষীধন চাকমা (৩৭) কে আটক করা হয়।
আটককৃত লক্ষী ধন চাকমা ৪ নং কলমপতি ইউনিয়নের ছোটঢুলু পাড়ার বাসিন্দা। সেই দীর্ঘদিন থেকে ইউপিডিএফ প্রসিত গ্রুপের চাঁদা কালেক্টর হিসেবে অত্র অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ, হুমকি ও খুন-গুমের সঙ্গে জড়িত ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
আটককৃত লক্ষী ধন চাকমার সাথে তল্লাশিকালে তার এক সহযোগী প্রোসি মারমা (২৮) কে আটক করে। প্রোসি মারমা ঘাগড়া ইউনিয়নের কচুখালী কলেজ রোডের কলাবাগান এলাকার মংসা থোয়াইের ছেলে। আটককৃত দুই সন্ত্রাসীকে নিয়ে ঘাগড়া সেনাবাহিনীর ৩ ইবি গোপন অভিযান পরিচালনা করে একটি এলজি পিস্তল সহ মোট ৩জনকে আটক করে। আটককৃত ৩জনের মধ্যে ২জনকে স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান নাজিম উদ্দিনের সুপারিশ করে ছাড়িয়ে নিয়ে যায় বলে গোয়েন্দা সূত্রে জানা যায় ৷ বাকি লক্ষী ধন চাকমাকে অস্ত্রসহ কাউখালী থানায় ২৬ শে ডিসেম্বর দিবাগত রাতে হস্তান্তর করা হয়।
বাম পাশে প্রোসি মারমা ইউপিডিএফ সহযোগী
বর্তমান ইউপিডিএফ সন্ত্রাসী লক্ষী ধন চাকমার বিরুদ্ধে কাউখালী থানায় অস্ত্র আইনে মামলা প্রতিক্রিয়াধীন বলে জানা যায়।