জিহান মোবারক, রাঙ্গামাটি
অদ্য (মঙ্গলবার) ১৮-ই জানুয়ারী ২০২২ খ্রিস্টাব্দে রাত ২:০০ ঘটিকায় (৩ ইবি, ঘাগড়া) নেতৃত্বে রাঙ্গামাটি সদর ইউনিয়নের কুতুকছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্র, ম্যাগাফোন ও মোবাইল সহ ইউপিডিএফ প্রসিত বিকাশ খীসা গ্রুপের এক সশস্ত্র সদস্য সহ মোট ৪জনকে আটক করেন সেনাবাহিনী। আটককৃত ৪জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী নানিয়ারচর উপজেলার হাতিমারা (হাজাছড়ি) এলাকার সোভাকিস্থ চাকমার পুত্র জ্ঞানময় চাকমা (জিতু ৬০)
উদ্ধার কৃত মালামাল:
১. শটগান- ১টি
২. ম্যাগাফোন- ১টি
৩. মোবাইল – ৩টি
আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী জ্ঞানময় চাকমা গত বছর জেএসএস থেকে অস্ত্র সহ পালিয়ে এসে ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসার দলে যোগদান করেন এবং ইউপিডিএফ প্রসীত কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বলে সূত্রের তথ্য মতো জানা যায়।