৩ ইবি ঘাগড়া জোন কর্তৃক বিশেষ অভিযানে অস্ত্র সহ ইউপিডিএফ সশস্ত্র সদস্য আটক।

0
131

জিহান মোবারক, রাঙ্গামাটি

অদ্য (মঙ্গলবার) ১৮-ই জানুয়ারী ২০২২ খ্রিস্টাব্দে রাত ২:০০ ঘটিকায় (৩ ইবি, ঘাগড়া) নেতৃত্বে রাঙ্গামাটি সদর ইউনিয়নের কুতুকছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অস্ত্র, ম্যাগাফোন ও মোবাইল সহ ইউপিডিএফ প্রসিত বিকাশ খীসা গ্রুপের এক সশস্ত্র সদস্য সহ মোট ৪জনকে আটক করেন সেনাবাহিনী। আটককৃত ৪জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী নানিয়ারচর উপজেলার হাতিমারা (হাজাছড়ি) এলাকার সোভাকিস্থ চাকমার পুত্র জ্ঞানময় চাকমা (জিতু ৬০)

উদ্ধার কৃত মালামাল:
১. শটগান- ১টি
২. ম্যাগাফোন- ১টি
৩. মোবাইল – ৩টি

আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসী জ্ঞানময় চাকমা গত বছর জেএসএস থেকে অস্ত্র সহ পালিয়ে এসে ইউপিডিএফ প্রসীত বিকাশ খীসার দলে যোগদান করেন এবং ইউপিডিএফ প্রসীত কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বলে সূত্রের তথ্য মতো জানা যায়।

আগের পোস্টঅবশেষে অবৈধ অস্ত্রধারী জেএসএস নিয়ে সরকারের পার্বত্য মন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে!
পরের পোস্টপার্বত্য চট্টগ্রামের অপ্রকাশিত চরম বাস্তবতা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন