রাঙ্গামাটি রিজিয়নের অধীনস্থ ৭ আর ই ব্যাটালিয়ন এর অন্তর্গত গড়খুজ্জাছড়ি হতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক।
অদ্য ১৩ মার্চ ২০২২ তারিখ ০৫১৫ ঘটিকায় ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গড়খুজ্জাছড়ি এলাকা হতে সন্তু লাল চাকমা (৫২) কে ১টি ১২ বোর দেশীয় বন্দুক, ১ রাউন্ড এ্যামোনিউশন, ৮টি দেশীয় দা, ২টি জাতীয় পরিচয়পত্র, ২ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য এবং চাঁদা সংগ্রহকারী। উক্ত আটককৃত সন্ত্রাসী, অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি রাঙ্গামাটি জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।