লামা পৌর মেয়র জহিরুল ইসলাম এর স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার।

0

গত ২৮ মার্চ-২০২২ তারিখে বান্দরবান লামা প্রেসক্লাবে পার্বত‍্য চট্রগ্রাম মহিলা পরিষদ লামা উপজেলা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা পৌরসভার সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ক‍্যান্সারে আক্রান্ত লামার একটি শিশুকে পিসিএনপির পক্ষ থেকে নগদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছিল। ২৯ মার্চ লামা প্রেসক্লাবে পিসিএনপির আয়োজনে ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছিল।

বর্তমানে লামা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ কামরুজ্জামান। সে লামা উপজেলা পিসিএনপির সেক্রেটারি এবং বাঙালি পাহাড়ি অধিকার আদায়ের একজন সক্রিয় নেতা।

বাঙ্গালী জনবহুল লামা উপজেলাতে এই ধরনের জনক‍ল‍্যাণমূলক কার্যক্রম ও পিসিএনপির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি হওয়ার কারনে লামা পৌর মেয়র জহিরুল ইসলাম লামার সকল সাংবাদিককে ও লামার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের মাধ‍্যমে কামরুজ্জামানকে প্রেসক্লাব থেকে বহিস্কার করার জন‍্য গত ২/৩ দিন যাবত চাপ দিচ্ছে এমনকি সে নিজেও কামরুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। গতকাল মেয়র জহিরের নির্দেশে লামা প্রেসক্লাবে প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া জরুরী মিটিং ডেকেছিল। মিটিংএ কামরুজ্জামানকে বহিস্কার করা ও নাগরিক পরিষদের কোন নিউজ না করার জ‍ন‍্য সকল সাংবাদিকদের বলা হয়।

এমতাবস্থায় কামরুজ্জামান প্রতিহিংসার শিকার হয়ে গতকাল ৩০ মার্চ-২০২২ তারিখে লামা প্রেসক্লাব সেক্রেটারির পদ থেকে সেচ্ছায় পদত‍্যাগ করেছে।

উল্লেখ‍্য,লামা প্রেসক্লাবটি তৎকালীন সময়ে সেনাবাহিনী কর্তৃক মৈত্রী কার্যক্রমের অংশবিশেষ হিসেবে নির্মিত ও প্রতিষ্ঠিত। তাছাড়া প্রেসক্লাবটি গণমাধ্যম ও সবার জন‍্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। প্রেসক্লাবের হলরুম ভাড়া নিয়ে সবাই প্রোগ্রাম করছে সবসময়ই। প্রোগ্রাম করার অধিকার সকলেরই আছে।

আগের পোস্টইউপিডিএফ অঙ্গসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে বেপরোয়া চাঁদাবাজি।
পরের পোস্টসন্তু লারমা রাষ্ট্রীয় পুলিশ প্রটোকল ব্যবহার করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে কেন?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন