রাঙামাটির খারিকক্ষ্যং এলাকার গুইছড়িতে ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসী প্রশান্ত তঞ্চঙ্গ্যা (৫২) কে অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করেছে সেনাবাহিনী। প্রশান্ত তঞ্চঙ্গ্যা গুইছড়ির বাসিন্দা মৃত চিরঞ্জীব তঞ্চঙ্গ্যার ছেলে।
শুক্রবার (৮ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ) ভোররাতে নানিয়ারচর সেনা জোনের একটি বিশেষ টিম ওই এলাকায় প্রশান্ত তঞ্চঙ্গ্যা নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২টি এম্যুনেশন, ১টি ওয়াকিটকি সেট, ২টি চাঁদার রসিদ বই, ৪টি নোটবুক, ১টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোনসহ তাকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খারিকক্ষ্যং এলাকা রাঙামাটি সদর থানার অন্তর্ভুক্ত হওয়ায় তাকে রাঙামাটি সদর থানার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি আঞ্চলিক দলের ইউপিডিএফএর সক্রিয় কর্মী হয়ে চাঁদাবাজি, খুনের সাথে জড়িত ছিল।
এ বিষয়ে নানিয়ারচর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি সুজন হালদার জানান, ‘খারিকক্ষ্যং এলাকাটি রাঙামাটি সদর থানার অন্তর্ভুক্ত। তাই বিষয়টি রাঙামাটি সদর থানায় প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, খারিক্ষং থেকে একজনকে অস্ত্রসহ আটক হওয়ার খবর পেয়েছি।