সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কর্তৃক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ।

0

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ গুইমারা রিজিয়নের শহীদ লেঃ মুশফিক অডিটোরিয়াম এ রিজিয়নের এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার সাধারণ জনগনের ২৬০ টি দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ৩০ জন অসহায় ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

রিজিয়ন কমান্ডার ,গুইমারা রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস,এনডিসি,পিএসসি, জি এ সময় সকলের মাঝে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক অনুদান বিতরণ করেন।এছাড়াও ঊর্ধ্বতন সামরিক অসামরিক অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজিয়ন কমান্ডার সকলের মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ন সুসম্পর্ক বজায় রাখতে নির্দেশনা দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আগের পোস্টনাইক্ষ্যংছড়িতে জেএসএস সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী মোটরসাইকেল হত্যাকাণ্ডের শিকার।
পরের পোস্টএতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল নানিয়ারচর সেনা জোন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন