মোঃ সোহেল রিগ্যান– খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া বিহারের পিছনে খালি জায়গাটি বাঙ্গালীদের রেকর্ডীয় জায়গা৷ ক্রয়সূত্রে বাঙ্গালীদের বৈধ কাগজপত্র রয়েছে। গত রবিবার (২৪ এপ্রিল) ২০২২ খ্রিস্টাব্দে বাঙ্গালীরা জায়গাটিতে ঘর নির্মাণ করতে গেলে উপজাতি উগ্র ও ভয়ঙ্কর মারমা নারীরা বাধা প্রদান করে। সংবাদ পেয়ে ঘটনারস্থলে আইন- শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আইন শৃঙ্খলা বাহিনী পৌছানোর পূর্বে উপজাতি মারমা ভয়ঙ্কর নারী ও পুরুষরা লাঠি ও দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বাঙ্গালীদের উপর আক্রমণ করার চেষ্টা করে।
উত্তেজিত মারমা উগ্র ভয়ঙ্কর নারীদের ভিডিও সংযুক্ত করা হলো। তাদের আচার ব্যবহার খুবি নিম্নমানের। সভ্য সমাজের মানুষ এধরণের ভাষা ব্যবহার হতে পারে না। জায়গাটির বৈধ মালিকানার কাগজপত্র তাদের নেই৷ দেশের প্রচলিত ভূমি আইন তোয়াক্কা না করে খামখেয়ালিভাবে ও উপজাতি প্রথাগত আইনের দোহাই দিয়ে পার্বত্য চট্টগ্রামের সকল ভূমি ও বাঙ্গালীদের রেকর্ডীয় জায়গা নিজেদের দাবি করছে৷ যা দুঃখজনক এবং দেশের প্রচলিত ভূমি আইন এবং সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল।