পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ন এলাকার আইন-শৃঙ্খলার রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ন অবদান রেখে চলছে। এরই ধারাবাহিকতায় ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মাঠে ২৬৬টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, সেমাই, চিনি, দুধ ও পোলাউ চাল সহ খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
এ সময় তিনি বলেন, আজ আমরা সমান্য কিছু উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি, ঈদের আনন্দ যাতে, আমরা ধর্ম বর্ণ নির্বশেষে সকলে একসাথে ভাগাভাগি করে নিতে পারি তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। একই সাথে পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষেও আমরা গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।