অদ্য ৫ মে ২০২২ খ্রিস্টাব্দে ৩ ঘটিকায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, এএসসি (প্রধান সমন্বয়ক) এর নেতৃত্বে টহল কমান্ডার-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম (এলাকা-শিলছড়ি, ব্যাঙছড়ি), সুবেদার মোঃ সোলায়মান আলী (এলাকা-ছোট পাগলি পাড়া, গর্জনীয়াপাড়া, বড় পাগলী পাড়া, বটতলী, সাপছড়ি), হাবিলদার মতিয়ার, কুকিমারাপাড়া ক্যাম্প কমান্ডার (এলাকা-মুড়ালিপাড়া, কুকিমারাপাড়া, দেবতাছড়ি), হাবিলদার আব্দুস সালাম, সীতাপাহাড় ক্যাম্প কমান্ডার (এলাকা-চিৎমরম, মুসলিমপাড়া, আমতলী, আগারপাড়া) এ বিশেষ টহল পরিচালনা করেন। সুবেদার মোঃ সোলায়মান আলী এর নেতৃত্বে কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার গর্জনীয়াপাড়া (জিআর নম্বর-১৫৭৯১৫, ম্যাপসীট নম্বর-৮৪ বি/২) জুমঘর হতে আনুমানিক সাড়ে ৭ ঘটিকায় মালিকবিহীন ০১টি দেশীয় তৈরী পিস্তল ও ০২টি কার্তুজ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০,০৮০/- (দশ হাজার আশি) টাকা। উক্ত ০১টি দেশীয় পিস্তল ও ০২টি কার্তুজ অত্র ব্যাটালিয়নের নিজ দায়িত্বে কাপ্তাই থানায় জমা করা হবে।
উল্লেখ্য যে, গোপন তথ্য ও এলাকাবাসীর অভিযোগে জানা যায় যে, বেশ কিছু দুষ্কৃতিকারী ছোট ছোট দলে (০২-০৪ জন) ভাগ হয়ে বিভিন্ন পাহাড়ের জুমঘরে অবস্থান করে চাঁদা সংগ্রহ এবং এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য ঈদের মধ্যে অবস্থান নিয়েছে। তাদেরকে প্রতিহত করার জন্য এই অভিযান পরিকল্পনা এবং পরিচালনা করা হয়।