রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ১ উপজাতি নিহত।

0

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার শুভলঙ উকছড়িতে গতকাল (বুধবার) ১১ মে ২০২২ খ্রিস্টাব্দে রাত ১১:৩০ ঘটিকায় লক্ষী কুমার চাকমা (৪৩), পিতা- মৃত্য: ললিত কুমার চাকমা নামে এক নিরীহ গ্রামবাসীকে ব্রাশ ফায়ার করে হত্যা করে। জেএসএস সন্তু ও ইউপিডিএফ মূল এই হামলা যৌথভাবে করে বলে সূত্রের তথ্য মতে জানা যায়। নিহত লক্ষী কুমার চাকমা ১০/১২ বছর আগে ইউপিডিএফ মূল এর সদস্য ছিল৷ স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাকে হত্যা করে। বরকল উপজেলার ১নং সুবলঙ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উকছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা হত্যা করার পরেও সারারাত ঘটনারস্থলে ছিল বলে সূত্রের তথ্য মতে জানা যায়।

লক্ষী কুমার চাকমা নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে বরকল থানার অফিসার্স ইনচার্জ।

আগের পোস্টজেএসএস সহ-সভাপতি উষাতন তালুকদার এর ছেলে কর্তৃক সেনা প্রশিক্ষণের ছবি তোলা ষড়যন্ত্র নয় কী?
পরের পোস্টউক্যসিং মারমা বাবু কাপ্তাই অঞ্চলে এক আতঙ্কিত নাম; তার হামলায় রক্তাক্ত দম্পতি!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন