জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ সম্পূর্ণ।

0
235

খাগড়াছড়ি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে অদ্য ০১ জুন ২০২২ তারিখে সাড়ে তিন ঘটিকায় কাচালং সরকারী ডিগ্রী কলেজ মাঠে অত্র জোনের সার্বিক ব্যবস্থাপনায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচে তুলাবন স্পোর্টিং ক্লাব বনাম দুরছড়ি ভলান্টিয়ার সংঘ এর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দুরছড়ি ভলান্টিয়ার সংঘ রানারআপ এবং তুলাবন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিজিত ও বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন লেঃ কর্নেল মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, পিএসসি, জোন কমান্ডার, মারিশ্যা জোন ও অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান,অন্যান্য অফিসারবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উক্ত খেলা বিপুল সংখ্যাক স্থানীয় পাহাড়ী বাঙ্গালী দর্শক উপভোগ করেন।

আগের পোস্টপাহাড়ের বাঁশ; ৭ টাকা কেনা বাঁশ পথে পথে চাঁদা দিয়ে শহরে পৌঁছায় ৬০ টাকায়।
পরের পোস্টনিহত ফায়ার ফাইটার নিপন চাকমার মেয়ের শিক্ষার দায়িত্ব নিলো লেকার্স।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন