অদ্য ০৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দে বান্দরবানের রোয়াংছড়িতে ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯ পদাতিক ব্রিগেড- এর তত্নাবধানে সেনাবাহিনীর ৭ ফিল্ড এম্বুলেন্স, বান্দরবান এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইন এ ২৮০ জন নারী-পুরুষ ও ছোট বাচ্চাদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
গত পাঁচ দশকের বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দূর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধা বঞ্চিত এসকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন। এরই ধারাবাহিকতায় মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ বিতরণ, আর্থিক অনুদানসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।
এছাড়াও, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকান্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম। ভবিষ্যতেও পাহাড়ের সুবধা বঞ্চিত এসব মানুষদের জন্যে ৬৯ পদাতিক ব্রিগেড এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।