ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা ৪১ বিজিবি’র।

0
120

অদ্য ০৭ জুলাই ২০২২ খ্রিস্টাব্দে সকাল ৯ ঘটিকায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক ও জোন কমান্ডার ওয়াগ্গাছড়া জোন এর পক্ষ থেকে স্থানীয় ৫০টি গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় তিনি প্রত্যেক পরিবারকে চিনিগুড়া চাউল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ, সয়াবিন তৈল, মিক্সড মসলা, লুঙ্গি/শাড়ী এবং নগদ টাকা প্রদান করেন।

অধিনায়ক জানান, “ধর্ম যার যার; উৎসব সকলের” মাননীয় প্রধানমন্ত্রীর এই আদর্শকে সমুন্নত রাখতে কাপ্তাই ব্যাটালিয়ন সকল ধর্মীয় এবং সামাজিক উৎসবে ওয়াগ্গাছড়া জোনে সাধ্যমত সহযোগীতা করে আসছে।

উল্লেখ্য যে, কাপ্তাই ব্যাটালিয়ন বেসামরিক প্রশাসনকে সহায়তা করা ছাড়াও অত্র এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে। সম্প্রতি জুলাই মাসের ১ম সপ্তাহে প্রবল বর্ষণে ভূমি ধ্বসে একাধিক বাড়ি ধ্বসে পড়লে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ ২০টি পরিবারকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করে। কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক তাৎক্ষণিকভাবে তাদের এক সপ্তাহের শুকনা খাবার ও চিকিৎসা সহযোগীতা দেওয়া হয়।

আগের পোস্টমহালছড়িতে বাঙ্গালীদের জায়গা দখলে নিতেই পাহাড়ীরা নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়েছে
পরের পোস্টদীর্ঘ ৬ বছর পর ‘মারমা স্টুডেন্ট কাউন্সিল’ ব্যানারে ইউপিডিএফ এর প্রকাশ্য কর্মসূচী!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন