কাপ্তাইতে জেএসএস ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত।
অদ্য ২৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) ১২ ঘটিকার সময় পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪নং চৌধুরীছড়ার বালুচর নামক স্থানে (রিভার্জ ফরেস্ট এর ভিতর) নিরাপত্তা বাহিনীর টহলদল ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস)-এর সশস্ত্র শাখার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
সূত্রের তথ্য মতে জানা যায়, সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে জেএসএস সশস্ত্র শাখার সদস্যরা গুলি করে। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে ঘটনারস্থলে জেএসএস এর এক সন্ত্রাসী নিহত হয়। নিরাপত্তা বাহিনী ও জেএসএস এর মধ্যে ১৫ মিনিটের মত গুলিবিনিময়ের ঘটনা ঘটে৷
নিহত সন্ত্রাসী একই ইউনিয়নের চৌধুরীছড়ার বাসিন্দা মৃদুল কুমার দাসের পুত্র নিখিল কুমার দাস (২৫)।