অদ্য রবিবার (৩১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ) চট্টগ্রামস্থ হাজী মুহাম্মদ মহসিন কলেজ ৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সীতাকুন্ড বিএম ডিপোতে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বার্ন ইউনিট চিকিৎসারত রোগীদের চিকিৎসা সহায়তা কল্পে নগদ ৭০ হাজার টাকা প্রদান করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ইফতেখারুল ইসলাম ও অন্যান্য সদস্যদের মধ্যে পলাশ, বখতিয়ার, মুরাদ, জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তরের অধীনে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জনাব অভিজিৎ সাহা উক্ত সহায়তা গ্রহণ করেন। চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজের ৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের সাহায্য অব্যাহত থাকবে।