মোঃ সোহেল রিগ্যান– রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার আগর বাগান পার্বত্য চুক্তি পক্ষ ‘পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (পিসিজেএসএস)’ সন্ত্রাসী কর্তৃক তবলছড়ি এলাকার জামাল হোসেন এর পুত্র কামাল হোসেন এর একটি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা নির্ধারিত সময়ে চাঁদা পরিশোধ না করাই পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে।
ঘটনাটি ঘটেছে অদ্য শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১ ঘটিকায়। সূত্রের তথ্য মতে জানা গেছে, রাঙ্গামাটি তবলছড়ি হতে কাপ্তাই যাওয়ার পথিমধ্যে পাহাড়ি নির্জন সড়কে সন্ত্রাসীরা সিএনজি অটোরিক্সাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় ড্রাইভার পালিয়ে প্রানে রক্ষা পায়। গাড়ির ৭০ শতাংশ পুড়ে যায়।
ঘটনার খবর পেয়ে 7RE (৭-আরই) হতে একটি সেনাটহল ঘটনাস্থলে পৌছায় এবং তারই সাথে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছায়।
উল্লেখ্য যে, এর আগেও অসংখ্যবার উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে এই সড়কে সশস্ত্রভাবে অবস্থান নিয়ে বাঙ্গালী ড্রাইভারদের মারধরও গাড়ি আটক করে রাখে। পিসিজেএসএস সন্ত্রাসী বিপ্লব চাকমা ও রিটন চাকমার নেতৃত্বে এসব ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।