সেনা অভিযানে কাপ্তাই খাইয়াপাড়া এলাকা হতে অবৈধ অস্ত্রসহ জেএসএস সন্ত্রাসী আটক।

0

অদ্য (বুধবার) ০৫ অক্টোবর ২০২২ খ্রিঃ সকাল সাড়ে ১০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক একটি বিশেষ সেনা অভিযান পরিচালনা করে অং হোলা প্রু (৫৫) নামের এক সন্ত্রাসী থেকে ১টি দেশীয় পিস্তল (এলজি), ২ রাউন্ড এ্যামুনেশন, নগদ টাকা ৬,৮৩০ টাকা এবং ২ টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। তথ্যানুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) এর সক্রিয় তথ্য প্রদানকারী, টোল আদায়কারী এবং ১টি হত্যা মামলার আসামী। আটককৃত ব্যক্তি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলীর বাসিন্দা।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, এ্যামুনেশন ও অন্যান্য সরঞ্জামাদিসহ আটককৃতকে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আগের পোস্টখাগড়াছড়িতে রিজিয়নের বিনামূল্যে চক্ষু চিকিৎসা।
পরের পোস্টসাজেকে যানচলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন