নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি কর্তৃক ভিডিপি’র সদস্যদের শীতবস্ত্র বিতরণ।

0

নাইক্ষ্যংছড়ি জোন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের সাথে শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনসার ও ভিডিপি সদস্যরা সর্বদাই বিজিবি‘কে বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতা করে যাচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞবোধ প্রদানের ছোট প্রয়াস হিসেবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে অদ্য ১০ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে নাইক্ষ্যংছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)’র ৫৬ জন সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম জোন কমান্ডার নাইক্ষ্যংছড়ি জোন উক্ত শীতবস্ত্র গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) সদস্যদের নিকট হস্তান্তর করেন। বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা আনসার ও গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি নিরাপত্তা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে বিজিবি’র এ ধরনের কল্যাণ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আগের পোস্টপার্বত্য চুক্তির ২৫-তম বর্ষপূর্তিতে নানিয়ারচর জোনের উদ্যোগে শান্তি র‍্যালি।
পরের পোস্টমানিকছড়ি হইতে সাজ্জাদ হোসেন নামের এক কোরান হাফেজের গলাকাটা লাশ উদ্ধার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন