নাইক্ষ্যংছড়ি জোন সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে অদ্য ১৬ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক নিম্নবর্ণিত কর্মসূচীর আয়োজন করা হয়-
নাইক্ষ্যংছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম কর্তৃক ফুলতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ফুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্বত্য এলাকায় বসবাসরত ২৫০ জন গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
নাইক্ষ্যংছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন রাফি-উস-হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাইক্ষ্যংছড়ি এর ডাঃ মোশাহিদ হোসেনের সমন্বয়ে একটি মেডিক্যাল টিম একই স্থানে পার্বত্য এলাকায় বসবাসরত দুঃস্থ ও অসহায় পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইন কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পার্বত্য এলাকায় বসবাসরত সর্বমোট ৩৮০ জন (পুরুষ, মহিলা এবং শিশু) পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে সর্বমোট ২,০১২ জন পাহাড়ী-বাঙ্গালী গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করে। এছাড়াও ১,১০৩ জন দুঃস্থ ও অসহায় শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে বিজিবি’র এ ধরনের কল্যাণ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।