চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী

0

চট্টগ্রাম (ঐতিহাসিক নাম: পোর্টো গ্র্যান্ডে এবং ইসলামাবাদ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। ২০১৭ সালে শহরের জনসংখ্যা ছিল ৬০ লক্ষের বেশি। ২০২২ সালের জনসুমারি অনুযায়ী চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম শহরের আশেপাশের উপ শহরের মোট জনসংখ্যা ৮৭ লক্ষ ( প্রায় )

© উইকিপিডিয়া

আগের পোস্টরামগড় বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত একটি উপজেলা।
পরের পোস্টখুলনা বিভাগ বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন