হাওর, জঙ্গল, মহিষের শিং-এই তিনে ময়মনসিং। ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে অন্যতম, বর্তমানে আয়তনের দিক দিয়ে ময়মনসিংহ বাংলাদেশের ৪র্থ বৃহত্তম শহর। তাছাড়া উঁচু দালান কোঠা নির্মাণের দিক থেকে বর্তমানে ময়মনসিংহ মহানগর ৩য় অবস্থানে আছে। ময়মনসিংহকে শিক্ষা নগরী হিসেবে বিবেচনা করা হয়। এটি ময়মনসিংহ জেলার প্রায় কেন্দ্রভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। নদীর তীর জুড়ে থাকা শহর-রক্ষাকারী বাঁধের বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে ময়মনসিংহ পার্ক (শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান) যা শহরবাসীর মূল বিনোদন কেন্দ্র হিসেবে চিহ্নিত। বর্তমানে পার্কের অনেক দৃশ্যমান উন্নয়ন করা হয়েছে। ময়মনসিংহ নগরীতে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিভাগের একমাত্র প্রকৌশল বিদ্যাপীঠ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (প্রস্তাবিত মুয়েট), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ, এস কে (সূর্য কান্ত) হাসপাতাল(প্রস্তাবিত ময়মনসিংহ মহিলা মেডিক্যাল কলেজ), আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট (প্রস্তাবিত), কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী, নটরডেম কলেজ ময়মনসিংহ, মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলমগীর মনসুর (মিন্টু)মেমোরিয়াল কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়/ কলেজ, ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, মুসলিম হাই স্কুল, মৃত্যূঞ্জয় স্কুল-সহ অসংঙ্খ বিদ্যাপাঠ প্রতিষ্ঠান।
© উইকিপিডিয়া