আজ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর পর্দা নামলো।

0
65

অদ্য ১৪ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে পার্বত্য রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। গত ০৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে হতে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার সকল প্রতিনিধিবৃন্দ, সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিলাইছড়ি জোনের ধারাবাহিক উদ্যোগের মধ্যে অন্যতম সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।

 

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বিলাইছড়ি-১ ও ফারুয়া ২ টিমদ্বয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফলাফল ঘোষনার পর বিজয়ী এবং রানার আপ টিমকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উভয়দলের প্রত্যেক সদস্যকে মেডেল পড়িয়ে দেন প্রধান অতিথি। টুর্নামেন্ট শেষে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও ট্রফি প্রদান করা হয়। প্রধান অতিথি টুর্নামেন্টের ফলাফল দেখে আনন্দ প্রকাশ করেন এবং এই টুর্নামেন্টকে একটি প্রতিযোগীতামূলক ও সুস্থ সংস্কৃতির বিকাশে সহায়ক বলে আখ্যায়িত করেন। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার। টুর্নামেন্টের ফলাফলে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। এসময় বিজয়ী দলকে উচ্ছাসিত দেখা যায়। রানার আপ দলও টুর্নামেন্টের ফলাফলকে স্বাগত জানায়। এরকম সুশৃঙ্খল ও উৎসাহমূলক টুর্নামেন্ট এই অঞ্চলে এই প্রথম বলে জানায় স্থানীয়রা। বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এক মাইল ফলক হিসেবে ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সমাপ্তি হয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর।

আগের পোস্টনানিয়ারচর টিএন্ডটি বাজার এলাকায় কাঠের স-মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ড।
পরের পোস্টসেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন