বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত হেডম্যান ও কারবারি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত।

দূর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

0

পার্বত্য চট্টগ্রাম এর দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় রাখার লক্ষে এবং আর্তমানবতার সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা, চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সবসময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়মূলক কাজকে আরও তরান্বিত করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয়ে আজ ১৫ ডিসেম্বর দুপুর ১২ ঘটিকায় লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি এর নির্দেশনায় আয়োজন করা হয় হেডম্যান ও কারবারি সম্মেলন। উক্ত সম্মেলনে সর্বমোট ৯৫ জন হেডম্যান এবং কারবারি অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে জোনের আওতাভুক্ত দূর্গম এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং এর সমাধানের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এর ব্যাপারে আলাচনা করা হয়। সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে দূর্গম এলাকা থেকে আগত হেডম্যান এবং করবারিগণ তাদের মতামত জোন কমান্ডার মহোদয় এর নিকট তুলে ধরেন। সকল ক্যাম্পের দ্বায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীল নিরাপত্তা অবস্থা বিদ্যমান রয়েছে বলে তারা মতপ্রকাশ করেন। এছাড়াও তারা জোন কর্তৃক পরিচালিত দূর্গম এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ এবং জোন কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী বিলাইছড়ি জোনের শান্তি শৃংখলা রক্ষার্থে এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য সর্বদা কাজ করে যাবে বলে জোন কমান্ডার সকলকে আশ্বস্ত করেন। ভবিষ্যতে বিলাইছড়ি জেলানের এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সূত্রসেনাসূত্র
আগের পোস্ট১০ আর ই ব্যাটালিয়ন সেনা কর্তৃক ধনপাতা বাজার হতে অস্ত্রসহ জেএসএস সন্তু সন্ত্রাসী আটক।
পরের পোস্টশীতার্তদের পাশে মহালছড়ি সেনা জোন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন