শীতার্তদের পাশে মহালছড়ি সেনা জোন।

0

শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্বত্য এলাকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে মানবতার হাত প্রসারিত করেছে মহালছড়ি জোন।

আজ ১৬ জানুয়ারী সোমবার সকালে প্রত্যন্ত অঞ্চল চৌংড়াছড়ি এলাকায় প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে। মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।

আগের পোস্টবিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত হেডম্যান ও কারবারি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত।
পরের পোস্টঅগ্নিদগ্ধ শিশুর পাশে বিলাইছড়ি জোন

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন