শীতার্তদের পাশে মহালছড়ি সেনা জোন।

0
122

শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পার্বত্য এলাকায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে মানবতার হাত প্রসারিত করেছে মহালছড়ি জোন।

আজ ১৬ জানুয়ারী সোমবার সকালে প্রত্যন্ত অঞ্চল চৌংড়াছড়ি এলাকায় প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মহালছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া তিনি উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় হেডম্যান, কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন অধিনায়ক বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে। মহালছড়ি জোনের এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়।

আগের পোস্টবিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত হেডম্যান ও কারবারি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত।
পরের পোস্টঅগ্নিদগ্ধ শিশুর পাশে বিলাইছড়ি জোন

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন