সৈনিকদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের জোন কমান্ডার নিজে সবাইকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাইয়েছেন।
এ সময় জোনের অন্যান্য অফিসার জেসিও, ও অন্যান্য পদবীর সকল সৈনিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার বলেন ইউনিটের সৈনিকদের জন্য তার এই রান্না অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল(কুক) মোহাম্মদ শাহরিয়ার সাফকাত ভূঁইয়া ও ইউনিটের অন্যান্য স্বনামধন্য কুক এর সমন্বয়ে গঠিত রন্ধনশিল্পী গন পরবর্তীতে সবাইকে আপ্যায়ন করান।