মহালছড়ি জন কমান্ডারের সার্বিক তত্ত্বাবধানে জোনের বনভোজন অনুষ্ঠিত।

0

সৈনিকদের উৎসাহ ও মনোবল বৃদ্ধি করার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের জোন কমান্ডার নিজে সবাইকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাইয়েছেন।

এ সময় জোনের অন্যান্য অফিসার জেসিও, ও অন্যান্য পদবীর সকল সৈনিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। জোন কমান্ডার বলেন ইউনিটের সৈনিকদের জন্য তার এই রান্না অব্যাহত থাকবে।

লেফটেন্যান্ট কর্নেল(কুক) মোহাম্মদ শাহরিয়ার সাফকাত ভূঁইয়া ও ইউনিটের অন্যান্য স্বনামধন্য কুক এর সমন্বয়ে গঠিত রন্ধনশিল্পী গন পরবর্তীতে সবাইকে আপ্যায়ন করান।

সূত্রসেনাসূত্র
আগের পোস্টকুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সন্ত্রাসীরা সাধারণ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।
পরের পোস্টসন্ত্রাসবাদে জড়িত থাকা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন