চট্টগ্রাম বাঁশখালীতে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করলেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

0
96

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার রত্নপুর ও ইলশা এলাকার মেসার্স গাজী ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও মেসার্স এমবিএম ব্রিকস নামে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করলেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক নুর হাসান সজীব, আনসার ও পুলিশ প্রশাসন।

বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আজ শুক্রবার ২৭ জানুয়ারী ও গতকাল ২৬ জানুয়ারী পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় উপজেলার রত্নপুর ও ইলশা এলাকার মেসার্স গাজী ব্রিকস ম্যানুফ্যাকচারার্স ও মেসার্স এমবিএম ব্রিকস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) এর কতিপয় ধারা লংঙ্ঘন করায় ইট ভাটা দুটিকে দুই লক্ষ টাকা করে সর্বমোট চার লক্ষ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

এই ইটভাটা গুলো পাহাড়ের সেগুন-গামারি ও বিলুপ্ত গাছগাছালির চারা জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছে। যার কারণে বনাঞ্চল উজাড় হচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।

আগের পোস্টসন্ত্রাসবাদে জড়িত থাকা কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র!
পরের পোস্টভারতের উত্তর-পূর্বাঞ্চলের মিজো, বম ও কুকি চিন জনগোষ্ঠীর সমর্থন লাভের উদ্দেশ্যে বমদের শরণার্থী বানাচ্ছে কেএনএফ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন