খাগড়াছড়ি দীঘিনালায় অবৈধ লাকড়ি গাড়ি উল্টে নিহত ১, আহত ২

0
215

খাগড়াছড়ির দীঘিনালায় লাকড়ি বহনকারি জীপ (চান্দের গাড়ি) উল্টে একজন নিহত ও গুরুতর আহত হয়েছে ২জন। নিহত জাবেদ হোসেন বাবু (২৩) উপজেলার মেরুং ইউনিয়নের রসিক নগর গ্রামের মো. কামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাঈম হোসেন (২১) একই গ্রামের আনোয়ারের ছেলে।

আগের পোস্টবান্দরবানে র‌্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলিতে ৮ র‌্যাব সদস্য আহত, ৫ জঙ্গি আটক।
পরের পোস্টধ্বংসস্তুপের নিচে ১৭ ঘন্টা থাকার পর উদ্ধার।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন