কাউখালী-রানীরহাট সড়কে সিএনজি-জীপ (চান্দের গাড়ি) বেপরোয়া ধাক্কায় সিএনজি দুর্ঘটনায় কাউখালী কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি ৫নং ওয়ার্ডের মুদি দোকানদার মো: মাসুদ সওদাগর মর্মান্তিকভাবে ইন্তেকাল করেন।
অদ্য (রবিবার) ১২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ১-৪০ ঘটিকার সময় এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি রশিদ এর পুত্র রমজান জীপ গাড়ির চালক ছিল বলে জানা যায়৷ উক্ত চালক বেপরোয়া গতিতে এসে সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনার স্থলে মাসুদ সওদাগর ইন্তেকাল করেন। এসময় সিএনজি চালক আজিম ও একনারীসহ মোট ৫ জন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে সিএনজি চালকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে রাউজান এলাকায় ইন্তেকাল করেন।
নিহত মাসুদ সওদাগরের লাশ কাউখালী হাসপাতালে আছে। দুর্ঘটনারস্থল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর রানিরহাট কাউখালী-রাস্তায় হওয়ার কারণে রাঙ্গুনিয়া থানার পুলিশ আসলে লাশ নিয়ে পোস্টমর্টেম করে লাশ স্বজনের হস্তান্তর করবে।
ঘাতক জীপ চালক এর গাড়ির নেই ফিটনেস ও বৈধ কাগজপত্র, এবং নিজের নেই ড্রাইভিং লাইসেন্স। সে এর আগেও সড়কে বিভিন্ন দুর্ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানায়। লাইসেন্স বিহীন চালক এবং বৈধ কাগজপত্র বিহীন গাড়ির বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা না থাকার কারণে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধি পাচ্ছে। সচেতন মহল মনে করে পুলিশ একটু সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এখানকার বেশিরভাগ যানবাহনের বৈধ কাগজপত্র ও ফিটনেস নেই।