বেশ কিছুদিন যাবৎ রাঙ্গামাটি সদরস্থ আসামবস্তি ও বরাদম এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক চাদাবাজি বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি সদর জোন কর্তৃক উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার ফলশ্রুতিতে গত ০৫ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দে রাতে সশস্ত্র সন্ত্রাসীরা উক্ত এলাকায় চাঁদাবাজির উদ্দেশ্যে মিলিত হবে বলে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জোন কর্তৃক বরাদম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ০১টি পিস্তল (৭.৬৫ মিঃ মিঃ), ০১টি ম্যাগাজিন এবং ০৩ রাউন্ড পিস্তল এ্যামুনিশন উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি সেনা জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অস্ত্র উদ্ধারসহ গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।
উক্ত এলাকায় সন্ত্রাসীদের চাঁদাবাজি, হামলা ও নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল৷ সেনা জোনের সফল অভিযানের ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।