আজ হিল উইমেন্স ফেডারেশন এর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী- পাহাড়ে স্বজাতি কর্তৃক নারী নির্যাতন হলে সংগঠনটি মুখে কুলুপ এঁটে থাকে।

0

ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন HWF পাহাড়ে পান থেকে চুন খসলে বাঙ্গালী ও সেনাবাহিনীর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে। HWF এর বিবৃতি দেখে সমতলে বসে এদেশের তথাকথিত সুশীল, বুদ্ধিজীবি ও প্রগতিশীলরা চুলচেরা বিশ্লেষণ করেন। সরগরম করে টিভি টকশোতে। এরাই কিন্তু পাহাড়ে স্বজাতি কর্তৃক উপজাতি নারী ধর্ষিত কিংবা নির্যাতিত হলে মুখে কুলুপ এঁটে থাকেন।

এই নারী HWF ত্যাগ করার কারণে সন্ত্রাসীরা নারীকে বিবস্ত্র করার মাধ্যমে হেনেস্তা করে। এটা নিয়ে HWF সহ উপরোক্ত মহলকে বিন্দুমাত্র সাড়াশব্দ করতে দেখলাম না।

এদের আন্দোলন এবং প্রতিবাদ একটি বিশেষ জাতিকে ঘিরে ।

হিল উইমেন্স ফেডারেশন এর, ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তর্জাতিক নারী দিবসে পাহাড়ে স্বজাতি কর্তৃক হাজারো নারী নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়নি। বিগত বছরগুলোতে পাহাড়ি নারীদের আঞ্চলিক দলত্যাগ ও বাঙ্গালী যুবকদের সঙ্গে প্রেম কিংবা বিবাহের অভিযোগ তুলে নির্মম নির্যাতন, গণধর্ষণ ও হত্যা করা হয়েছে তার বিচার দাবির পক্ষে প্রতিবাদ করা হয়নি৷ শুধুমাত্র বেছে ইস্যু ভিত্তিক প্রতিবাদ হতে দেখা গেছে।

আগের পোস্টজোনের উদ্যোগে কর্মমুখী কারিগরী কম্পিউটার প্রশিক্ষণের আলোয় উজ্জ্বল লংগদু উপজেলা।
পরের পোস্টপার্বত্য উপজাতিদের প্রতি সরকারের উদাসীন নীতি ও সাধারণ ক্ষমা ভুল সিদ্ধার্থ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন