থানচিতে সন্ত্রাসী কর্তৃক সেনাবাহিনী ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে, বান্দরবান পিসিসিপি।

0
206

পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক দেশ প্রেমিক সেনাবাহিনী ও সাধারণ শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।

গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ইং (শনিবার), বান্দরবান রুমা উপজেলার আওতাধীন রুমা-থানছি সীমান্তবর্তী এলাকা লিক্রিতে নতুন নির্মিত সড়কে ২১ কিলোমিটার এলাকায় শ্রমিকদের বহনকারী দুটি ট্রাককে লক্ষ্য করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। এছাড়াও অদ্যাবধি পর্যন্ত আরও ৪(চার) জন শ্রমিক নিখোঁজ রয়েছে এবং গত ১২ ফেব্রুয়ারি ২০২৩ইং (রোববার) বান্দরবান রোয়াংছড়ি উপজেলা পাইখ্যং-রনিন পাড়ায় সেনাবাহিনীর একটি মেডিকেল ক্যাম্পের উপর পাহাড়ী সন্ত্রাসীদের ন্যক্কার জনক হামলায় ০৩ সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন

এক যৌথ প্রতিবাদ বার্তায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ উক্ত ট্রাক চালক ও শ্রমিকদের উপর এবং দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর এমন জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, সেই নিখোঁজ ০৪ (চার) জনকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে এবং বারবার দেশ প্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা অবিলম্বে বাহিনীর উপর ন্যক্কার জনক হামলার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার পক্ষ হইতে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

আগের পোস্টথানচিতে বাঙ্গালীদের উপর গুলিবর্ষণ এবং অপহরণ করার প্রতিবাদে কঠোর কর্মসূচী আসছে।
পরের পোস্টবান্দরবানে নির্মাণ হচ্ছে পার্বত্য ছাত্রাবাস।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন